জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিনে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কর্মসূচির শুরুতে বুধবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল ও পর্ষদ সদস্যবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের পরে বন্দর চেয়ারম্যান শিশুদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন। এ সময় বন্দরের পর্ষদ সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



