বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) বর্তমান কমিটির মেয়াদ বাড়লো আরও ছয় মাস। মঙ্গলবার (২২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ এর উপসচিব তাহসিনা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। বর্ধিত এই মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে পরবর্তী পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন ও দায়িত্ব হস্তান্তর করার নির্দেশনাও দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে।
বাণিজ্য সংগঠন আইন মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আগামী ২৮ এপ্রিল থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে নির্বাচনের ৯০ দিন আগে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ড এবং ৩ সদস্যবিশিষ্ট নির্বাচনী আপিল বোর্ড গঠনের জন্য পরিচালনা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন বোর্ড ৮০ দিন আগে তফসিল প্রকাশ করবে।
এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ শিপিং এজেন্টস্ অ্যাসোসিয়েশন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান তারেক কামাল বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক বরাবরে দেওয়া একটি চিঠিতে শিপিং এজেন্টস্ অ্যাসোসিয়েশনের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ২৯ এপ্রিল থেকে ৬ মাস বৃদ্ধির অনুমোদন প্রদানের অনুরোধ জানান।