মায়ের্স্ক লাইনের সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ ‘এমভি মায়ের্স্ক চট্টগ্রাম’ শুক্রবার (২ মে) দুপুরে পতেঙ্গা কনটেইনারে টার্মিনাল ভিড়েছে। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট ক্লাং থেকে ১ হাজার ৭১২টি কনটেইনারে আমদানি পণ্য নিয়ে এসেছে। সরাসরি পতেঙ্গা কনটেইনার টার্মিনালে আমদানি পণ্যের জাহাজ ভিড়ার এটাই প্রথম।
মূলত বিভিন্ন অনুমোদন, কাস্টমস স্থাপন ও প্রযুক্তিগত সংযোগ সম্পন্ন না হওয়ায় পতেঙ্গা কনটেইনার টার্মিনালে সরাসরি আমদানি জাহাজ ভিড়তে দেরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩২ একর জায়গায় নির্মিত এই টার্মিনাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ১ হাজার ২৩০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে। এতে তিনটি কনটেইনার জেটি ও একটি তেলবাহী জাহাজের জন্য ‘ডলফিন’ জেটি রয়েছে। ফলে একসঙ্গে তিনটি কনটেইনার জাহাজ ও একটি অয়েল ট্যাংকার ভিড়তে পারে।
প্রতিবছর ৪ লাখ ৫০ হাজার কনটেইনার (টিইইউ) সামাল দেওয়ার সক্ষমতা রয়েছে টার্মিনালটির। এতে বন্দরের অন্যান্য টার্মিনালের চাপ অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
এই মাইলফলকের আগে পতেঙ্গা কনটেইনার টার্মিনালে দুটি পরীক্ষামূলক জাহাজের পণ্য খালাস হয়েছিল। ১৬ ফেব্রুয়ারি ‘এমভি মায়ের্স্ক ভ্লাদিভস্টক’ থেকে ১৬টি কনটেইনার এবং ৯ মার্চ ‘এমভি মায়ের্স্ক জিয়ানমেন’ থেকে ২০৮টি কনটেইনার খালাস করা হয়। তবে দুটি জাহাজই শুরুতে অন্য টার্মিনালে নোঙর করেছিল এবং পরে আংশিক পণ্য খালাসের জন্য পিসিটিতে আনা হয়। এর বিপরীতে, ‘এমভি মায়ের্স্ক চট্টগ্রাম’ সরাসরি পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করেছে।