পাঁচ বছরে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে পারে বাংলাদেশ

বিশ্ব বাণিজ্যে পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের আগ্রহ বাড়ছে। অন্যদিকে বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য। প্রয়োজনীয় সংস্কার ও সম্মিলিত উদ্যোগ থাকলে আগামী পাঁচ বছরের মধ্যেই ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বাংলাদেশের অর্থনীতি।

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা ও কৌশলগত গুরুত্ব বিষয়ে সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (এসসিবি) আয়োজিত অর্থনৈতিক ব্রিফিংয়ের বক্তারা এ কথা বলেন। এসসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানাে হয়।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, দেশের অর্থনীতির প্রধান সূচকগুলোতে এখন ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। প্রয়োজনীয় সংস্কার আর সম্মিলিত উদ্যোগ থাকলে, বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যেই ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ নিতে পারে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড জাপানের সিইও ইউসুকে আসাই বলেন, জাপানের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত আছে। ইতোমধ্যে ৩০০টিরও বেশি জাপানি কোম্পানি এখানে কাজ করছে।

বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আমাদের লক্ষ্য একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা। যেটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণ করবে এবং সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো, জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার এনামুল হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here