এনবিআরের আন্দোলন প্রত্যাহার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে এই ঘোষণা দেওয়া হয়। এর ফলে কয়েক দিন ধরে চলমান আন্দোলন কর্মসূচি আপাতত শেষ হলো।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এবং ব্যবসায়ী নেতারা রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।

এতে বক্তব্য দেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও ভ্যাট বিভাগের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, দেশের শীর্ষস্থানীয় চামড়াজাত পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সহসভাপতি মির্জা আশিক রানা, মহাসচিব সেহেলা সিদ্দিকা প্রমুখ।

জানা গেছে, আন্দোলন প্রত্যাহারের বিষয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা সমঝোতার উদ্যোগ নেন। দিনভর বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন তাঁরা। যৌথ সংবাদ সম্মেলনের আগে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করে। এরপর এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

যৌথ সংবাদ সম্মেলনে বিসিআই সভাপতি আনোয়ার উল আলম পারভেজ বলেন, ‘আজ (রোববার) সারা দিন সব পক্ষের সঙ্গে বৈঠক করেছি। এনবিআরের আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। সেই অনুসারে আমরা পরবর্তীতে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করি। কিছু ভুল–বোঝাবুঝির জন্য হয়তো এ রকম একটা বিপর্যয় দেখতে হয়েছে। আন্দোলনকারী এনবিআর কর্মকর্তা-কর্মচারীরাও নীতি ও ব্যবস্থাপনা আলাদা করার বিষয়টি চান। সবার সঙ্গে আলোচনা করে এটা করা হবে, এমন আশ্বাস দিয়েছে সরকার। এটা আমরা এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করেছি।’

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতাদের আলোচনায় কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। এ ছাড়া রাজস্ব ব্যবস্থার সংস্কারে সরকার পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে, এই উদ্যোগকে ঐক্য পরিষদ স্বাগত জানায়।

গত শনিবার থেকে কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে পণ্য আমদানি-রপ্তানিসহ এনবিআরের সার্বিক কার্যক্রমে অচলাবস্থা শুরু হয়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা এই কর্মসূচির কারণে ঢাকার এনবিআর ভবন থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর, ঢাকা কাস্টমস হাউস, বেনাপোল, সোনামসজিদ, আখাউড়া, বুড়িমারীসহ দেশের সব স্থলবন্দর শুল্ক স্টেশনে শুল্ক-কর আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে যায় আমদানি-রপ্তানি কার্যক্রম।

এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে একধরনের অচলাবস্থা শুরু হয়। এতে সেবায় বিঘ্ন ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here