কনটেইনার হ্যান্ডলিংয়ে অতীতের সব রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর

কনটেইনার হ্যান্ডলিংয়ে অতীতের সব রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। কনটেইনার হ্যান্ডলিং শুরুর পর থেকে বিগত ৪৮ বছরের ইতিহাসে এটিই সর্বোচ্চ সংখ্যা।

এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল ২০২১-২২ অর্থবছরে। সেবার সাড়ে ৩২ লাখ কনটেইনার পরিবহন হয়েছিল, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ। তৃতীয় সর্বোচ্চসংখ্যক কনটেইনার পরিবহনের রেকর্ড রয়েছে ২০২৩-২৪ অর্থবছরে। ২০২৩-২৪ অর্থবছরে হ্যান্ডলিং হয়েছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউ কনটেইনার। ফলে গত অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২ শতাংশ।

অর্থবছরের শুরুতে জুলাই-আগস্টে আন্দোলন কর্মসূচি, অর্থবছর শেষে কাস্টমসের শাটডাউন কর্মসূচি, পরিবহন ধর্মঘটসহ নানা কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার পরও কনটেইনার হ্যান্ডলিংয়ে এ রেকর্ড করেছে বন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, অর্থবছরের শেষে আন্দোলন কর্মসূচি না হলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন আরও বাড়ত। এরপরও সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের এ সাফল্য এসেছে।

এদিকে কার্গো হ্যান্ডলিং ও জাহাজ আসার সংখ্যাও বেড়েছে। সদ্য শেষ অর্থবছরে (২০২৪-২০২৫) কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। যা ২০২৩-২০২৪ অর্থ বছরে ছিল ১২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৪৮ মেট্রিক টন। প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। একই সময়ে (২০২৪-২০২৫) চট্টগ্রাম বন্দর জাহাজ হ্যান্ডলিং করেছে ৪ হাজার ৭৭টি, ২০২৩-২০২৪ অর্থ বছরে এ সংখ্যা ছিল ৩ হাজার ৯৭১ টি। এতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৬৭ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here