চট্টগ্রাম বন্দরের খালাস না হওয়া কনটেইনার প্রায় ১৮ শতাংশ জায়গা দখলে রেখেছে। এসব জায়গায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিষ্পত্তিহীন পণ্য দ্রুত সরানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ আদেশে গঠিত একটি ‘নিলাম কমিটি’ আগামী ডিসেম্বর পর্যন্ত যানবাহন ছাড়া সব ফেলে রাখা পণ্য নিলাম, ধ্বংসের মাধ্যমে নিষ্পত্তি করবে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরে প্রায় দুই লাখ টন আমদানি করা পণ্য বা ১০ হাজার টিইইউএস বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যা বন্দরের ১৮ শতাংশ জায়গা দখল করে রেখেছে। এসব কনটেইনার বাবদ বন্দরের ভাড়া দাঁড়িয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। এসব কনটেইনার রয়েছে পচনশীল পণ্য, দাহ্য রাসায়নিক পদার্থ, ভোগ্যপণ্য, প্রসাধনী, প্লাস্টিক সামগ্রী, ইলেকট্রনিকস, চামড়াজাত পণ্য, নির্মাণসামগ্রী, সিরামিক টাইলসসহ নানা ধরনের আমদানি পণ্য।