জালিয়াতি করে কনটেইনার খালাসের চেষ্টাকালে জেটি সরকার আটক

সহকারী জেটি সরকার মো. আরিফুল ইসলাম

জালিয়াতি করে কনটেইনার খালাসের চেষ্টাকালে মো. আরিফুল ইসলাম নামের এক সহকারী জেটি সরকারকে আটক করেছে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে বন্দরের জিসিবি ৫ নম্বর গেইটে তাকে আটক করা হয়।

জানা যায়, সিঅ্যান্ডএফ এজেন্ট সিবা কার্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে ২০ ফুট লম্বা একটি অনচেসিস কনটেইনার খালাসের উদ্দেশ্যে সহকারী জেটি সরকার মো. আরিফুল ইসলামকে প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতি করে গেইট পাস সংগ্রহের সময় আটক করা হয়। বন্দরের নিরাপত্তা বিভাগ তাকে আটকের পর আইনি ব্যবস্থা নিতে বন্দর থানায় সোপর্দ করেছে।

চুরি প্রতিরোধে চট্টগ্রাম বন্দরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ আইএসপিএস পরিদর্শক দলের পরিদর্শনে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা দেখে অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেন। বন্দরের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে বন্দরের নিজস্ব নিরাপত্তা সদস্য ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি ও বাংলাদেশ পুলিশ নিয়োজিত রয়েছে। এছাড়াও এনএসআই, ডিজিএফআই ও নৌগোয়েন্দারা বন্দরের সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here