বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলার ডুবে পানিতে ভাসতে থাকা পাঁচ জেলেকে উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দরের পাইলট ভেসেল। বুধবার দুপুরে বন্দরের বর্হিনোঙরে উত্তাল সমুদ্রে ট্রলারটি ডুবে গেলে জেলেদের উদ্ধার করে ওই এলাকায় থাকা পাইলট ভেসেল ‘দিশারী-২’ এর নাবিকরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ট্রলারটি ডুবে গিয়ে পাঁচজন সমুদ্রে ভাসছিল। দিশারী-২ এর নাবিকরা তাদের জীবিত উদ্ধার করে নিয়ে আসে। পরে তাদের ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
কয়কদিন ধরে বিরূপ আবহাওয়ার মধ্যে উত্তাল রয়েছে সাগর। নোয়াখালীর সুবর্ণচরের মাছ ধরা ট্রলারটি গভীর সমুদ্রে ইলিশ ধরার জন্য গিয়েছিল।