চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনায় ফাইভ-জি প্রযুক্তি ব্যবহারের বিষয়ে একটি সমীক্ষা কাজ শুরু হচ্ছে শীঘ্রই। এই সমীক্ষা পরিচালনা করবে মোবাইল অপারেটর রবি আজিয়াটার সহযোগী কোম্পানি এক্সেনটেক। রোববার চট্টগ্রাম কর্তৃপক্ষ ও এক্সেনটেকের মধ্যে এ–সংক্রান্ত এক চুক্তি হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সভা কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরের জন্য একটি ফাইভ-জি ভিত্তিক প্রাইভেট নেটওয়ার্ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবে এক্সেনটেক। বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ, স্মার্ট অ্যাকসেস কন্ট্রোলিংয়ের মতো সেবা প্রদানের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হবে। এ ছাড়া বন্দরের টেস্টিং ল্যাব অটোমেশন এবং যানবাহন ও গ্যান্ট্রি ক্রেন স্মার্ট পদ্ধতিতে পরিচালনার সম্ভাব্যতাও যাচাই করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, এক্সেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল, বন্দরের পর্ষদ সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।