চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রাম বন্দরের আবাসিক এলাকাগুলোতে বোমা বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হচ্চে এমন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কিছু অসাধু ব্যক্তি বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানা ছবি-ভিডিও এডিটিং করে এসব ছবি-ভিডিও বিভিন্ন জায়গায় প্রকাশের মাধ্যমে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। এসব ঘৃণিত কার্যক্রমের সাথে সম্পৃক্ত না থাকতে এবং গুজবে কান না দিয়ে সকলকে সজাগ থাকতে বন্দর প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞেপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বন্দরের কোন আবাসিক এলাকায় এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের কতিপয় বিভাগের কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ-পদায়নের বিষয়টি নিয়েও একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে বন্দরের কর্মকর্তাদের মনোবল ও কর্মস্পৃহা হ্রাস পাচ্ছে। এ ধরণের অপপ্রচার থেকে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকতে অনুরোধ করা যাচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ-পদোন্নতি বন্দরের প্রবিধানমালা ও সরকারের বিধি-বিধান এবং নির্দেশনার আলোকে পরিচালিত হয়। চট্টগ্রাম বন্দর সম্প্রতি কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ডসহ নানা উন্নয়নমূলক কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জন করে দেশে ও বিদেশে প্রশংসিত হচ্ছে। এতে ঈর্ষান্বিত হয়ে কিছু মহল উদ্দেশ্যমূলকভাবে বন্দরের সুনামহানির অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here