জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে খালাস হওয়া ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি)/অফডকগামী কনটেইনারগুলো একই দিনে নির্ধারিত ডিপোতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্দেশনায় বলা হয়েছে, কোনও চালানের সব কনটেইনার প্রথম দিনে স্থানান্তর সম্ভব না হলে— দ্বিতীয় দিনের মধ্যে অবশ্যই স্থানান্তর সম্পন্ন করতে হবে।
এনবিআরের সার্কুলারে উল্লেখ আছে, চালানের সব কনটেইনার অফডকে স্থানান্তরিত হওয়ার পরই চার্জ প্রযোজ্য হবে। তবে বিশেষ পরিস্থিতি বা ধারণক্ষমতার সীমাবদ্ধতা থাকলে চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার “ডুয়াল ডেলিভারি” অনুমোদন দিতে পারবেন।
নির্দেশনা এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক, রফতানি নীতি ও বন্ড) মো. আল আমিন জারি করেন এবং তা আইসিডি মালিকসহ সংশ্লিষ্ট পক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং বাণিজ্য সহজীকরণের স্বার্থে আগে থেকেই চলমান সমস্যাগুলো যেমন- বিলম্ব, জটিলতা ও সীমিত ধারণক্ষমতা সমাধান করা হবে।