চট্টগ্রাম বন্দরে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে আটক তিন

চট্টগ্রাম বন্দরে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে আটক তিন

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন বিদেশগামী বাণিজ্যিক জাহাজে ঢুকে পাড়ি জমানোর পরিকল্পনা করেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিভিন্ন সময় তারা অনুপ্রবেশের চেষ্টা করেছে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কর্তৃপক্ষ।

সকাল সাড়ে আটটার দিকে বন্দরের ভেতরে অবৈধভাবে ঢুকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরার সময় বন্দর নিরাপত্তা সদস্যরা মো. মাহফুজ শেখকে আটক করেন। তিনি গোপালগঞ্জের মাকসুদপুরের বোয়ালিয়ার শেখবাড়ির টুকু শেখের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাহফুজ শেখ বিদেশগামী জাহাজে অবৈধভাবে ঢুকে বিদেশে পাড়ির উদ্দেশ্যে বন্দরে ঢুকেছিল। তার কাছ থেকে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চিঁড়া, খাবার পানিসহ একটি ব্যাগ পাওয়া গেছে।

ভোররাতে বন্দরের ১ নম্বর গেটে একটি গাড়ির নিচ দিয়ে মালামাল চুরির উদ্দেশ্যে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে গেটে নিয়োজিত নিরাপত্তা সদস্যরা তল্লাশির সময় মো. আবুল খায়েরকে আটক করেন। তিনি নোয়াখালীর সেনবাগের গোপালপুরের মো. হানিফের ছেলে।

এদিকে দুপুর সোয়া দুইটার দিকে জিসিবি-২ নম্বর গেট দিয়ে অন্য আরেকজনের প্রবেশ পাস দিয়ে কাভার্ডভ্যানের গেট পাস সংগ্রহ করে চট্টগ্রাম বন্দরের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা বিভাগের সদস্যরা মেহেদি হাসান লাবলুকে আটক করেন। তিনি খাগড়াছড়ির মানিকছড়ির মহামুনি পাড়ার মো. রফিকুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, লাবলুর ব্যবহৃত পাসটি তার মামা শফিকুল ইসলামের, যিনি কিছুদিন আগে মারা গেছেন।

আটককৃতদের বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here