চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট হ্যান্ডলিং পাঁচ হাজার টিইইউ ছাড়িয়েছে। এর মধ্যে আমদানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২ হাজার ১০১ টিইইউ ও রপ্তানি ২ হাজার ৯১৮ টিইইউ। সর্বমোট এক দিনে ৫ হাজার ১৯ টিইইউ হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। যা একদিনে এনসিটিতে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। গত ৭ জুলাই থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নং বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেই্নার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
সিডিডিএলের কর্মকর্তা ও সদস্যগণ জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ গেটসমূহে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় পূর্বের তুলনায় কন্টেইনার হ্যান্ডলিং ত্বরান্বিত হয়েছে।