চট্টগ্রাম বন্দরের নিয়মিত ড্রেজিং কর্ণফুলীর নাব্যতা রক্ষার পাশাপাশি ভূমিকা রাখছে নগরীর জলাবদ্ধতা নিরসণেও

চট্টগ্রাম শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী চ্যানেলসহ বিভিন্ন খালে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি, খাল ও নালার মুখে ভেসে আসা প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য অপসারণ করে পানি প্রবাহ সচল রাখছে নিয়মিত।

বিশেষ করে রাজাখালী খাল, চাক্তাই খালসহ চট্টগ্রাম শহরের সাথে কর্ণফুলী নদীর সংযুক্ত বিভিন্ন খালের মুখে বর্জ্য অপসারণের কাজ বন্দর কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সম্পন্ন করে আসছে দীর্ঘদিন। ইতোমধ্যে রাজাখালী খালের মুখে মাটি ও বর্জ্য অপসারণ করে ২-৩ মিটার গভীরতা এবং খাল থেকে নদী পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পানি প্রবাহ নিশ্চিত করা হয়েছে।

কর্ণফুলী নদীর মূল চ্যানেলে ড্রেজিংয়ের পাশাপাশি খালসমূহে বর্জ্য অপসারণের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্র্যাব ড্রেজারসহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে খালের মুখে ড্রেজিং করে খালের নাব্যতা নিশ্চিত করার মাধ্যমে খালের পানির স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। যা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এসব কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। খাল, নালা, নদী ও ড্রেনে সরাসরি বর্জ্য না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলে সম্মিলিতভাবে বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিরসনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here