চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ ও রিফার কনটেইনারের তার চুরির দায়ে একজনকে আটক করেছে বন্দরের নিরাপত্তা বিভাগ। রবিবার মো. মেহেরাজ হোসেন পারভেজ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, তারগুলো এনসিটি ডেলিভারি পয়েন্টে থাকা খালি রিফার কনটেইনার থেকে কেটে নিয়েছে।
এ সময় তার কাছে কোনো বৈধ এন্ট্রি পাশ পায়নি নিরাপত্তা বিভাগ। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়।