চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুলের প্রজ্ঞাপন জারি

বিভিন্ন সেবা খাতে গড়ে ৩০ থেকে ৪১ শতাংশ বর্ধিত মাশুলের প্রজ্ঞাপন জারি করেছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন সোমবার থেকেই কার্যকর করেছে বন্দর কর্তৃপক্ষ।

প্রজ্ঞাপনে সব ধরনের কনটেইনার হ্যান্ডলিং, জাহাজের আসা-যাওয়া, জেটিতে বার্থিং, বহির্নোঙ্গরে জাহাজ অবস্থান করাসহ মোট ৫৬টি সেবা খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় ৩৯ বছর পর বন্দর কর্তৃপক্ষ সেবার মাশুল বাড়ালো। ১৯৮৬ সালের পর এই প্রথম বন্দরের মাশুল বাড়ানো হয়েছে। মাশুল বাড়ানোর পরও তা আশপাশের দেশগুলোর তুলনায় অনেক কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here