চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা বাড়াতে সুখী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে ২৮ অক্টোবর (মঙ্গলবার)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান ।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান মেলার উদ্বোধনকালে বলেন, এ ধরনের উদ্যোগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বন্দরের বিদ্যমান স্বাস্থ্যসেবার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অত্যাধুনিক এই স্বাস্থ্যসেবা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
মেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদ, সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সর্দার আকতার হামিদসহ চট্টগ্রাম বন্দর ও গ্রামীন হেলথ্ টেকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
দুপুরে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রায় ৫০০০ কর্মী পাবেন সুখীর পক্ষ থেকে বিশেষ স্বাস্থ্য সেবা। ‘সুখী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্যাকেজ’-এর আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীগণ ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘সুখী’ দিচ্ছে আনলিমিটেড ইনস্ট্যান্ট ডক্টর কনসালটেশন এবং বিশেষ ছাড়ে অন্যান্য সেবা, যেমন; অনলাইন ফার্মেসি, হোম ল্যাব, কেয়ারগিভার, প্রেগন্যান্সি কেয়ার, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক সার্ভিস।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া কমপ্লেক্স চত্বরে আয়োজিত এই মেলায় ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ। সকাল ১১টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত তারা সুখীর স্টলে এসে রেজিস্ট্রেশন, চিকিৎসক পরামর্শ, রক্তচাপ পরিমাপ, উচ্চতা-ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে চিকিৎসা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করেন। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

