দেশের প্রধান সমুদ্রবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানের উপরাষ্ট্রদূত আন্জা কার্সটেন এবং জার্মানের ইকনোমিক অ্যাটাচে মেলানিক ফ্যানার। বুধবার (৫ নভেম্বর) তারা চট্টগ্রাম বন্দরে আসার পর বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
জার্মানের উপ-রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনাগত ক্ষমতা ও দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বন্দরের উন্নয়নে ডিজিটালাইজেশন, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশে জার্মানের পণ্যসামগ্রী রপ্তানিসহ সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জার্মানের উপরাষ্ট্রদূতকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পরির্দশন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার প্রশংসা করেন।
এ সফর আগামীতে বাংলাদেশ-জার্মান সম্পর্ক বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে ঘিরে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



