চট্টগ্রাম বন্দর ডিজিটালাইজেশনে নতুন মাইলফলক

চট্টগ্রাম বন্দর ডিজিটালাইজেশনে নতুন মাইলফলক স্পর্শ করেছে। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) অ্যাপের সফল ব্যবহার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও দক্ষ করেছে। এর ফলে সার্বিক পোর্ট অপারেশনে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ করা যাচ্ছে।

১৮ নভেম্বর একদিনে চট্টগ্রাম বন্দরে গেট পাস ইস্যু হয়েছে মোট ৬ হাজার ৩০১টি। এই সংখ্যা একদিনে ইস্যু হওয়া গেট পাসের ক্ষেত্রে সর্বোচ্চ এবং নতুন রেকর্ড। বন্দর কর্তৃপক্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কারণে দ্রুত কনটেইনার হ্যান্ডলিং, গেট অপারেশন, ডকুমেন্ট প্রসেসিং এবং রিয়েল-টাইম মনিটরিং সম্ভব হওয়ায় সেবার মান যেমন বেড়েছে, তেমনি ব্যবসায়ীদের সময় ও খরচ দুই-ই কমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here