প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি

প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, অতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে একশ্রেণির প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র প্রদান করে যাচ্ছে এবং ভুয়া মৌখিক পরীক্ষার সিডিউল দিয়ে সাধারণ জনগণকে প্রতারিত করছে, যা অত্যন্ত গর্হিত অপরাধ। সম্প্রতি এমন বেশ কিছু প্রচার-প্রচারণা ও ভুয়া বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। বন্দর কর্তৃপক্ষ হতে এতদসংক্রান্ত বিষয়ে একাধিকবার স্থানীয় ও জাতীয় পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এমন ঘটনা বেড়েই চলেছে।

ইতোপূর্বেও একই বিষয়ে সতর্ক করে চলতি বছরের ১২ মে ও ২৪ জুন পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারী করা হয়েছিল।

বিজ্ঞপিতেত অবগতির জন্য জানানো হয়, বন্দরের ওয়েবসাইট, জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ ব্যতীত অন্যকোথাও বন্দরের কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়না। নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতানুযায়ী প্রার্থীদের দরখাস্ত দাখিলের পর যাচাই বাছাই শেষে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীগণের পুলিশ ভেরিফিকেশন শেষে বিধিমোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। বন্দরের কোন চাকুরীর প্রলোভন দেখিয়ে বা ভুয়া নিয়োগপত্র ইস্যু করে বা পরীক্ষার ভুয়া শিডিউল দিয়ে কেউ অর্থ আদায়ের অপচেষ্টা করলে তাকে বা তাদেরকে তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করার জন্য অনুরোধ করা হলো। এরূপ প্রতারকের মাধ্যমে কেউ অর্থ আদান-প্রদান বা অন্যকোনভাবে ক্ষতিগ্রস্ত হলে চবক তার দায়ভার গ্রহণ করবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here