চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যন্ডসের রাষ্ট্রদূত জুরিস ভান বোমেল এবং ননরেসিডেন্স ডিফেন্স অ্যাটাচে ক্যাপ্টেন (এন) জিওরডাই ক্লেইন ১গ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। এসময় তারা চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন।

কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ জাহাজের গড় অবস্থান কমানোসহ বিভিন্ন সূচকে বন্দরের সমপ্রতিক সাফল্যের বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। আলোচনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মেরিটাইম সেক্টরে বিশেষ করে পোর্ট ডেভেলপমেন্ট, শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং সেক্টরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। ডিফেন্স অ্যাটাচে বাংলাদেশের মেরিটাইম আ্যফেয়ারস সংক্রান্ত ব্যাপারে তার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ব্যাপারে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বোমেল কোল্ড চেইন ইন্ডাস্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষিখাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। সদস্য (হারবার ও মেরিন) চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদের মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণ খাতে নেদারল্যান্ডের সার্বিক সহযোগিতা কামনা করেন। আগত অতিথিদের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি প্রেজেন্টেশন দেওয়া হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here