জাপান সরকারের হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফি বিশেষজ্ঞ দলের চট্টগ্রাম বন্দর পরির্দশন

জাপান সরকারের হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফির বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঁচদিনের সরকারি সফরের অংশ হিসেবে বুধবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয় বিশেষজ্ঞ দল। চেয়ারম্যান প্রতিনিধিদলকে চট্টগ্রাম বন্দরে স্বাগত জানান এবং বাংলাদেশ জাপানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বন্দর চেয়ারম্যান কর্ণফুলী চ্যানেল ও বর্হিচ্যানেলের নাব্যতা রক্ষার্থে হাইড্রোগ্রাফি বিষয়ে করণীয়, চ্যানেলের উন্নয়ন ও সম্প্রসারণে প্রতিনিধি দলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বন্দর চ্যানেলের বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিনিধিদলকে অবগত করেন এবং চ্যানেলের উন্নয়ন ও সম্প্রসারণে প্রতিনিধিদলের সার্বিক পরার্মশ ও সহযোগীতা কামনা করেন। তিনি চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক হ্যান্ডলিং রেকর্ড, জাহাজের টার্ন এরাউন্ড টাইম হ্রাস, ডুয়েল টাইম হ্রাস, পরিচালনাগত সক্ষমতা ও দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ডিজিটাইজেশন, নিরাপত্তা ব্যবস্থার উন্নতি প্রভৃতি বিষয়ে প্রতিনিধি দলকে অবগত করলে তারা বন্দরের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদান করতে আশাবাদ ব্যক্ত করেন।

আগত অতিথিদের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here