এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিওংয়ের নেতৃত্বে ১০ সদস্যের বিশেষজ্ঞ দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। তাঁরা চট্টগ্রাম বন্দরের এনসিটি অপারেশনাল কার্যক্রম, বাস্তবায়নাধীন লালদিয়া কনটেইনার টার্মিনাল ও বে টার্মিনাল পরিদর্শন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার প্রশংসা করেন।
বুধবার (২৮ জানুয়ারি) প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দরে আসলে সংস্থার চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চট্টগ্রাম বন্দরের সদস্য প্রকৌশল কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, বে টার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মো. মাহফুজুর রহমান, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ আজিজুল মওলা প্রমুখ।
বন্দর চেয়ারম্যান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বন্দরের সাম্প্রতিক সাফল্যের বিষয়ে নানা তথ্য তুলে ধরেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চট্টগ্রাম বন্দরের অভাবনীয় অর্জন ও সব সূচকে প্রবৃদ্ধি বৃদ্ধি সম্পর্কে প্রতিনিধিদলকে জানান।
চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড এবং বন্দরের বর্তমান প্রশাসন চট্টগ্রাম বন্দরকে আরো দক্ষ, আধুনিক ও যুগোপযোগী করতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিশেষ করে মাল্টি মডেল কানেকটিভিটি এবং লজিস্টিক চেইনের বিষয়ে এডিবির সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বন্দরের উন্নয়নে যুগোপযোগী মাস্টারপ্ল্যান প্রণয়ন, অপারেশনাল এরিয়াতে কারিগরি সহায়তা প্রদানসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পে এডিবির প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন বন্দর চেয়ারম্যান।
এডিবির কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশ তথা চট্টগ্রাম বন্দরকে বিভিন্ন সেক্টরে সহায়তার আশ্বাস দেন। তিনি চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কারিগরি সহায়তা ও ঋণ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এডিবির সাথে চট্টগ্রাম বন্দরের যৌথ সহযোগিতা বাড়াতে উভয় সংস্থার প্রতিনিধিরা সহমত প্রকাশ করেন এবং একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি Let’s Build the Future of Bangladesh’s Gateway Togather উল্লেখ করে বলেন, এডিবি সর্বদা বাংলাদেশের উন্নয়নে বিশ্বস্ত সহযোগী হয়ে বর্তমান ও ভবিষ্যতে কাজ করতে আগ্রহী।



