মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরির্দশন করেছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরির্দশন করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন । ১৭ ডিসেম্বর (বুধবার) সফরের শুরুতে সকালে নৌপথে তিনি চট্টগ্রাম থেকে মহেশখালীর মাতারবাড়ীতে যান। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, মিডার সদস্যগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সাথে ছিলেন ।

আশিক চৌধুরী মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, ডকইয়ার্ড পোর্ট এক্সেস রোড এলিভেটেড অংশসহ বিভিন্ন প্রকল্প পরির্দশন করেন । পরির্দশন শেষে প্রকল্পসমূহের সার্বিক অগ্রগতি নিয়ে প্রকল্প পরিচালক, এমডি সিপিজিসিবিএল, কক্সবাজারের জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ।

মাতারবাড়ী পরির্দশন শেষে বিকালে তিনি চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন। পরে তিনি বন্দরের বোর্ডরুমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দেন। সভায় চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সমস্যা ও তা নিরসনকল্পে করণীয় বিষয়ে আলোচনা হয় । এ ছাড়া সভায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরুপ চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, (জি), বিএসপি, পিএসসি, বিএন কে মাননীয় প্রধান উপদেষ্টার প্রশংসাপত্র তুলে দেন আশিক চৌধুরী। আশিক চৌধুরী প্রধান উপদেষ্টার পক্ষে এ প্রশংসাপত্র তুলে দেন।                                                                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here