চট্টগ্রাম বন্দরে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া

আইএসপিএস কোডের আওতায় লাইভ অ্যান্টি- টেররিজম মহড়া অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের আয়োজনে বুধবার এ মহড়ার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো: জহিরুল ইসলাম।

মহড়ায় বন্দর স্থাপনার নিরাপত্তা স্তর ১, ২ ও ৩ বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন সম্ভাব্য হুমকি মোকাবেলার সমতা যাচাই করা হয়। এর মধ্যে ছিল ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা, যানবাহন-ভিত্তিক হুমকি, অগ্নিকাণ্ড পরিস্থিতি মোকাবেলা, সন্দেহজনক বস্তু ও বোমা হুমকি প্রতিক্রিয়া, নদীপথে সন্দেহজনক নৌযান আটক এবং কন্টেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান। এ মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে অংশগ্রহণ করে। মহড়ার মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কুইক রেসপন্স টিমের কার্যকারিতা এবং আইনানুগভাবে আটক ও হস্তান্তর প্রক্রিয়া সফলভাবে প্রদর্শিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here