আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে বন্দর ব্যবহারকারীদের সাথে মতবিনিময় করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বুধবার (১০ নভেম্বর) কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার সভাপতিত্বে বন্দরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ সরকারি-বেসরকারি বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখি পদক্ষেপ গ্রহণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে মৃতপ্রায় মোংলা বন্দরে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব চলাকালিন সময়েও অতীতের সকল রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ জাহাজ আগমন ও কার্গো হ্যান্ডলিং করে মোংলা বন্দর রাজস্ব আয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে।’
তিনি সভায় উপস্থিত বন্দর ব্যবহারকারীদের কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা প্রদানের নিশ্চয়তা দেন এবং বন্দরের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।