চাহিদা বাড়ায় ইউরোপে কনটেইনারের দাম বেড়েছে

কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট স্থবিরতা কাটিয়ে গতি পেতে শুরু করেছে ইউরোপীয় রপ্তানি বাজার। সেখানকার রপ্তানিকারকরা এখন হন্যে হয়ে শিপিং কনটেইনারের খোঁজ করছেন। ফলে কনটেইনারের সংকট দেখা দিয়েছে, যা আগামী সপ্তাহগুলোয় আরও প্রকট হতে পারে। শিপিং কনটেইনার লিজিং ও ট্রেডিংয়ের অনলাইন প্লাটফর্ম কনটেইনার এক্সচেঞ্জের সর্বশেষ প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

কনটেইনার এক্সচেঞ্জ জানিয়েছে, অতিরিক্ত চাহিদার কারণে ইউরোপে কনটেইনারের দাম দ্রুতগতিতে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই চার মাস সময়ে ইউরোপে প্রতিটি ২০ ফুট ব্যবহৃত কনটেইনারের দাম বেড়েছে ৫৭ শতাংশ। ১ হাজার ৩৪৮ ডলারের কনটেইনারের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৯ ডলার। এই চার মাসের মধ্যে কনটেইনারের দাম সবচেয়ে বেশি বেড়েছে এপ্রিলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here