চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন সদস্য (প্রকৌশল) হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান, (ই), পিএসসি, বিএন। রবিবার (২১ নভেম্বর) কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাফর আলমের কাছে যোগদান পত্র জমা দেন তিনি। সোমবার (২২ নভেম্বর) পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ স্বাক্ষরিত এক দপ্তরাদেশের মাধ্যমে ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমানকে সদস্য (প্রকৌশল) হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৩ নভেম্বর ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমানকে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) হিসেবে নিয়োগ দিতে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সদ্যবিদায়ী সদস্য (প্রকৌশল) কমডোর এম. নিয়ামুল হাসানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ডীন হিসেবে নিয়োগ দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কাছে ন্যাস্ত করা হয়।