বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগ করবে সৌদি সরকার

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে সৌদিআরব সরকারের প্রতিনিধি দল।
সোমবার (২৯ নভেম্বর) হেলিকপ্টারযোগে শিল্পনগরীতে আসেন সৌদি আরবের যোগাযোগ ও লজিস্টিক সেবামন্ত্রী প্রকৌশলী সালেহ নাসের এ আল জাসেরসহ ১২ সদস্যের প্রতিনিধি দল।

সৌদি আরবের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রস্তাবিত ৩০০ একর জায়গা পরিদর্শন করে সৌদিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সৌদি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে আগ্রহী। এ সময় অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী জানান, বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস দিয়েছে সৌদিআরব।

চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলার বিস্তৃত প্রায় ৩০ হাজার একর জায়গার ওপর গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। যেখানে ইতোমধ্যে ২৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ নিশ্চিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here