সম্পূর্ণ নতুন, কার্যকর ও পরিবেশগতভাবে স্পর্শকাতর জ্বালানি অন্বেষণে কাজ করছে এমএসসি শিপ ম্যানেজমেন্ট। তাদের চলমান উদ্যোগে যুক্ত রয়েছে কোয়াডরাইজ। প্রতিষ্ঠানটি উন্নয়ন করেছে ইমালসিফায়েড সিনথেটিক ভারী জ্বালানি তেল। প্রতিষ্ঠান দুটি এক যৌথ উন্নয়ন অংশীদারিত্বের অধীনে চলতি বছর কনটেইনার জহাজে নতুন উদ্ভাবিত এ জ্বালানির পরীক্ষা শুরু করতে যাচ্ছে।
বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করে কোয়াডরাইজ মাল্টিফেজ সুপারফাইন অ্যাটোমাইজড রেসিড্যু (এমএসএআর) উন্নয়ন করেছে, যা মেরিন বাংকারের জন্য ইমালসিফায়েড সিনথেটিক ভারী জ্বালানি তেল হিসেবে কাজ করবে। কোয়াডরাইজের দাবি, তাদের উদ্ভাবিত বাংকার জ¦ালানি প্রথাগত ভারী জ্বালানি তেলের তুলনায় ২০ শতাংশ কম কার্বন ডাই-অক্সাইড নির্গমন করবে।



