২০৫০ সাল নাগাদ নিট জিরো কার্বন নিঃসরণের পক্ষে ইন্টারট্যাংকো

বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে কার্বন নিঃসরণ কমানোর ওপর জোর দেওয়া হচ্চে সর্বত্রই। শিপিং খাতেও বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণে আন্তর্জাতিক সমুদ্র পরিবহন খাতে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে ২০৫০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষতা অর্জনের প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই নতুন লক্ষ্যমাত্রার প্রতি সমর্থন জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইনডিপেনডেন্ট ট্যাংকার ওনার্সের (ইন্টারট্যাংকো) কাউন্সিল সদস্যরা।

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল আন্তর্জাতিক সমুদ্র পরিবহনে গ্রিনহাউজ গ্যাস (জিএইচজি) নিঃসরণের মাত্রা ২০৫০ সাল নাগাদ ৫০ শতাংশ কমানোর। তবে এখন এই লক্ষ্যমাত্রা সংশোধন করে ৫০ শতাংশের পরিবর্তে শতভাগ নিঃসরণ কমানোর প্রস্তাব করা হচ্ছে। ইন্টারট্যাংকো মনে করছে, নিঃসরণ দ্বিগুণ কমানোর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই কর্মপরিকল্পনা সাজানো উচিত শিপিং খাতের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here