ইউরোপের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেল এমভি সোঙ্গা চিতা

চট্টগ্রাম-ইউরোপ রুটে কনটেইনার জাহাজ চলাচলের উদ্বোধন করছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান

বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে ইউরোপের দেশ ইতালির রেভেনা বন্দরের পথে রওনা দিয়েছে ‘এমভি সোঙ্গা চিতা’ জাহাজ। এর মাধ্যমে শুরু হলো বাংলাদেশ-ইতালি সরাসরি কনটেইনার জাহাজ চলাচল। পোশাক রপ্তানি খাতে খুলল নতুন দিগন্ত। এই পথে রপ্তানির পোশাক ইউরোপ পৌঁছাতে সময় লাগবে মাত্র দুই সপ্তাহ, খরচ কমবে ৩০ শতাংশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে ৯৫২ একক কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি ত্যাগ করে জাহাজটি। এর আগে এনসিটি জেটিতে বাংলাদেশ-ইতালি রুটে জাহাজ চলাচল কার্যক্রম উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান।

তিনি বলেন, বাংলাদেশ-ইতালি সরাসরি জাহাজ চলাচল আমাদের অর্থনীতিতে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা। পোশাক রপ্তানির গুরুত্ব বিবেচনায় বন্দর কর্তৃপক্ষ ইতালি-চট্টগ্রাম রুটের জাহাজকে বার্থিং, কি গ্যান্ট্রি ক্রেন বরাদ্দসহ সব সুযোগ-সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে।

বন্দর চেয়ারম্যান আরও বলেন, ইতালি থেকে আসার পথে জাহাজটি বিভিন্ন বন্দরের কনটেইনার আনতে পারবে। অন্যান্য শিপিং লাইনও এ ধরনের সরাসরি জাহাজ চালু করতে চাইলে বন্দর কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা দেবে।

এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টায় ইতালি থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৪ জেটিতে ভিড়েছিল ‘এমভি সোঙ্গা চিতা’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here