দেশে ফিরলেন ইউক্রেনে আটকে পড়া বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক

ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির নাবিকরা। ফাইল ছবি

ইউক্রেন থেকে বিএসসির জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক বাংলাদেশে ফিরেছেন। বুধবার (৯ মার্চ) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁদের বহনকারী ফ্লাইটটি। এর আগে মঙ্গলবার বাংলাদেশের উদ্দেশে রওনা হন নাবিকেরা। গত রোববার বেলা ১১টার দিকে তাঁরা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মালদোভা হয়ে রোমানিয়া পৌঁছান। এ ছাড়া ইউক্রেনে রাখা জাহাজটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহও দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

গত বুধবার (২ মার্চ ) বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। জাহাজে গোলার আঘাতে তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজ তুরস্কের ইরাগলি বন্দর থেকে পণ্য বোঝাই করতে গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। দুই দিন পর অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। পরদিন বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনে হামলা করলে জাহাজটি আটকা পড়ে। এক সপ্তাহের মাথায় হামলার শিকার হয়। বুধবারের হামলার পর এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে আগুন ধরে যায়। শুরুতে নাবিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। অলভিয়া বন্দর থেকে একটি টাগবোট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। নাবিকদের চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপে নাবিক হাদিসুর রহমানের নিথর দেহ পড়ে ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here