জাপানি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে বেজার সঙ্গে চুক্তি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক হাজার একর জমির ওপর জাপানি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার সঙ্গে চুক্তি করেছে নবগঠিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড-বিএসইজেড।

গত সপ্তাহে রাজধানীর একটি হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই উন্নয়ন চুক্তি হয়। বেজার নির্বাহী সদস্য (প্রশাসন ও অর্থ) আব্দুল আজিম চৌধুরী এবং বাংলাদেশ স্পেশাল ইকোমনিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি চুক্তিতে সই করেন।

প্রথমবারের মত দেশে জিটুজি ভিত্তিতে (দুই দেশের সরকারের অংশীদারিত্বে) অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ২০১৯ সালে জাপানের সুমিতোমো কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশ সরকার জয়েন্ট ভেঞ্চার চুক্তি করে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড নামে ওই নতুন কোম্পানির যাত্রা শুরু হয়।

এ প্রকল্পের ভূমি অধিগ্রহণ, উন্নয়ন, সড়ক নির্মাণ, সরকারি বিভিন্ন দপ্তর থেকে অনুমোদন নেওয়াসহ সব ধরনের কাজ সময়ের সঙ্গে সঙ্গে এগিয়েছে। এ ধরনের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার রূপরেখা দুই সপ্তাহ আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনও পেয়েছে। এখন বেজার সঙ্গে এই চুক্তির মাধ্যমে জাপানি অর্থনৈতিক অঞ্চলের বৃহত্তর উন্নয়ন কার্যক্রমের সূচনা হল।

বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে এ বছর। জাপান বরাবরই বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহযোগিতা করে আসছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে একটি ফলপ্রসূ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে উঠেছে। সে সম্পর্কের ভিত্তির ওপর দাঁড়িয়ে এ ধরনের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যুক্ত হতে পেরেছে দুই দেশ।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইয়োহো হায়াকাওয়া এবং বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের অংশীদার সুমিতোমো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার এইস্কে নাকানিশি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০০০ একর জমির ওপর জাপানি অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠছে। প্রায় ৭০০ একর জমি অধিগ্রহণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া প্রায় ২০০ একরের ভূমি উন্নয়নের কাজ সমাপ্তির পথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here