আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই ভোজ্যতেল বীজ উৎপাদন বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রয়োজনে গবেষণা বাড়ানো ও গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দের কথাও বলেন তিনি।
মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। একনেক বৈঠকে ভার্চুয়ালি গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এ সময় পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশীদ, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য শরিফা বেগমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেছেন, তেল উৎপাদন বাড়াতে ফেনী ও নোয়াখালী অঞ্চলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ বাড়ানো প্রয়োজন। সাম্প্রতিক সময়ে ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিষয়ে একনেক সভায় আলোচনা হয়েছে। তখন প্রধানমন্ত্রী বলেন, ভোজ্যতেলের সংকট কমাতে হলে দেশে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ফেনী ও নোয়াখালী অঞ্চলে বাদাম ভালো হয়। সেখানে তেলবীজ উৎপাদনের কথা বলেছেন প্রধানমন্ত্রী। ভোজ্যতেলের আমদানি কমাতে সয়াবিন, সূর্যমূখী ও সরিষার উৎপাদন বাড়াতে হবে। প্রয়োজনে এ বিষয়ে গবেষণায় জোর দেয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। ৪৩৯ কোটি টাকা ব্যয়সংবলিত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বীজবর্ধন খামার স্থাপন প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।