গত ১৩ বছরে দেশের রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে আট গুণ। তবে উন্নয়নের সঙ্গে মানানসই নয় আদায়কৃত রাজস্বের পরিমাণ। দেশকে এগিয়ে নিতে বাজেটে ব্যবসায়ী ও সরকারকে উইন উইন সিচুয়েশনে রেখে রাজস্বের পরিমাণ নির্ধারণ করবে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪২তম সভায় এসব কথা উঠে আসে। দেশের রাজস্ব খাতে বড় অবদান ব্যবসায়ীদের। তবে জাতীয় রাজর্স্ব বোর্ডের নীতি ও পদক্ষেপের কারণে বিপাকে পড়তে হয় বলে অভিযোগ তাদের।
যার সমাধানে মঙ্গলবার (২২ মার্চ) রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনায় বসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪২তম সভায় দাবি জানায়, ম্যানমেইড ফাইবার থেকে সব ধরনের ভ্যাট প্রত্যাহারের। চতুর্থ শিল্প বিপ্লবে প্রয়োজনীয় মেশিন আমদানিতে ভ্যাট সহজীকরণের দাবি জানান ব্যবসায়ী নেতারা।
এ সময় ২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। খুচরা পর্যায়ে রাজস্ব কমানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
দেশের রাজস্ব আহরণ প্রক্রিয়াকে বিশ্বমানের আখ্যায়িত করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভবিষ্যতে ডিরেক্ট ট্যাক্স পদ্ধতি অনুসরণের ইঙ্গিত দেন তিনি।