প্রথমবারের মতো ৪০০ কোটি ডলার ছাড়াল ভারতের রপ্তানি

আত্মনির্ভরতার মন্ত্রে উজ্জীবিত ভারত প্রথমবারের মতো রপ্তানিতে ৪০০ বিলিয়ন বা ৪০ হাজার কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চলতি অর্থবছরের (এপ্রিল ২০২১-মার্চ ২০২২) ২১ মার্চ পর্যন্ত দেশটির রপ্তানি ছিল ৪০ হাজার ৮০ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরে এর আগের সর্বোচ্চ ৩৩ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল ভারত।

রপ্তানিতে ভারতের এই অনন্য অর্জনে ভূমিকা রেখেছে পেট্রোলিয়াম পণ্য, প্রকৌশল, রাসায়নিকের মতো খাতগুলো। রেকর্ড রপ্তানি করলেও বাণিজ্য ঘাটতি এড়াতে পারেনি দেশটি। আলোচ্য সময়ে ৫৮ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে তারা। ফলে দেশটির বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৮ হাজার ৯০০ কোটি ডলার।

রপ্তানিতে নতুন মাইলফলক অর্জনের এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে এক বার্তায় তিনি বলেছেন, ‘আত্মনির্ভরশীল ভারত হয়ে ওঠার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমি কৃষক, তাঁতি, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তা, ম্যানুফ্যাকচারার ও রপ্তানিকারকদের অভিনন্দন জানাচ্ছি।’

চলতি অর্থবছর প্রতি ঘণ্টায় গড়ে ৪ কোটি ৬০ লাখ ডলার, প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলার ও প্রতি মাসে ৩ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে ভারত। দেশটির শীর্ষ পাঁচ রপ্তানি গন্তব্যের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), চীন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

ভারতের রপ্তানি বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে প্রকৌশল পণ্য। আগের অর্থবছরের চেয়ে পণ্যটির রপ্তানি ৫০ শতাংশ বেড়েছে। এছাড়া ইলেকট্রনিকস পণ্যের রপ্তানি বেড়েছে ৪২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। পেট্রোলিয়াম পণ্যের রপ্তানি বেড়েছে ১৪৭ দশমিক ৬ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here