যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কনটেইনার শিপিং চালু হচ্ছে সুইডেনের

গোথেনবার্গ বন্দর

সরাসরি কনটেইনার জাহাজ পরিচালনা শুরুর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাইছে সুইডেন। এই প্রচেষ্টার অংশ হিসেবে আগামী ৩১ মার্চ দেশটির গোথেনবার্গ বন্দর থেকে যুক্তরাষ্ট্রের পথে সরাসরি যাত্রা করবে মেডিটারেনিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) জাহাজ। এই উইকলি সার্ভিসের মাধ্যমে সুইডেন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর ক্ষেত্রে কর্মদক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে সরাসরি কনটেইনার সার্ভিস শুরুর চেষ্টা করে আসছিল সুইডেন। ৩১ মার্চ গোথেনবার্গ বন্দরের এপিএম টার্মিনালস থেকে এমএসসি কর্নেলিয়ার যাত্রার মাধ্যমে সেই প্রচেষ্টার সফল বাস্তবায়ন হতে যাচ্ছে। গোথেনবার্গ থেকে জাহাজটির নিউইয়র্ক যেতে সময় লাগবে ১১ দিনের মতো। ২০১০ সালে নির্মিত এমএসসি কর্নেলিয়া লাইবেরিয়ার পতাকাবাহী। এর ধারণক্ষমতা ৫ হাজার টিইইউ।

নরওয়ে ও জার্মানির পর সুইডেনের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। ২০২১ সালে সেখানে সুইডেনের রপ্তানির পরিমান ছিল প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার, ২০২০ সালের চেয়ে যা ১৪ শতাংশ বেশি। গত বছর যুক্তরাষ্ট্র থেকে দেশটি আমদানি করেছে ৫৫ কোটি ডলারের পণ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here