ঠিক দুই বছর পর ক্রুজ শিপিং খাতে কোভিড-১৯ জনিত ভ্রমণ সতর্কতা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। এর মাধ্যমে দেশটিতে প্রমোদতরী সেবায় গতি ফিরে আসার সুযোগ তৈরি হলো।
করোনার প্রকোপ কমে আসায় এখন দেশে দেশে ক্রুজিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। সিডিসির সতর্কতামূলক নির্দেশনা প্রত্যাহার এরই সর্বশেষ সংযোজন।
অবশ্য ক্রুজ অপারেটরদের এখনও কোভিড-১৯ সংক্রান্ত সিডিসির যে ঐচ্ছিক নির্দেশনাগুলো রয়েছে, সেগুলো মেনে চলতে হবে। যাত্রীদের জাহাজে ওঠার আগে অবশ্যই করোনার টিকার ডোজ সম্পন্ন করতে হবে। সিডিসি যুক্তরাষ্ট্রের ক্রুজ শিপ অপারেটরদের নিয়ে একটি কালার-কোডেড তালিকা তৈরি করেছিল। বর্তমানে সেটিও বলবৎ থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনাকারী সব জাহাজকেই সিডিসির কেস ট্র্যাকিং প্রোগ্রামে অংশ নিতে হবে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মাসগুলোয় অনবোর্ড সংক্রমণ শনাক্ত অনেকটা কমেছে, যা সিডিসিকে ধীরে ধীরে ক্রুজ শিপিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগ করে দিয়েছে। গত ফেব্রুয়ারিতে সংস্থাটি ক্রুজিংয়ের জন্য ঝুঁকি সতর্কতা আগের মাসের লেভেল ফোর থেকে লেভেল থ্রিতে নামিয়ে আনে। মার্চে এই সতর্কতা আরও কমিয়ে লেভেল টুতে (মাঝারি) নিয়ে আসে সিডিসি। আর সর্বশেষ পদক্ষেপের মাধ্যমে এই সতর্কতা একেবারে প্রত্যাহার করল তারা।