পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সেপ্টেম্বরের প্রথম দিকে নয়াদিল্লী সফর করবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত জয়েন্ট কন্সালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক শেষে ঢাকা ফিরে সোমবার (২০ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নয়াদিল্লী সফরের সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম দশ দিনের মধ্যে হতে পারে।’
পররাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অফিস সফরের তারিখ চূড়ান্ত করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরের সাথে পররাষ্ট্র মন্ত্রীর আলোচনায় সফরের এই টাইমলাইন ঠিক করা হয়।