জ্বালানি তেলের উদ্বৃত্ত কমে যাওয়ার আশঙ্কা ওপেক প্লাসের

চলতি বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের উদ্বৃত্ত কমে যাওয়ার আশঙ্কা করছে রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। সম্প্রতি এক প্রতিবেদনে প্রাক্কলিত উদ্বৃত্তের পরিমাণ কমিয়েছে জোটটি। নিজেদের জয়েন্ট টেকনিক্যাল মিটিংকে সামনে রেখে এই প্রতিবেদন তৈরি করেছে ওপেক প্লাস।

প্রতিবেদনে বলা হয়, এ বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের উদ্বৃত্ত দৈনিক ১০ লাখ ব্যারেলে নেমে আসবে। আগের প্রাক্কলনে দৈনিক ১৪ লাখ ব্যারেল উদ্বৃত্তের কথা জানিয়েছিল ওপেক প্লাস। এ হিসাবে নতুন প্রাক্কলন অনুযায়ী উদ্বৃত্ত কমবে দৈনিক চার লাখ ব্যারেল করে।

এদিকে সম্প্রতি জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদা পূর্বাভাস কমিয়েছে ওপেক প্লাসের টেকনিক্যাল প্যানেল। নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দৈনিক ৩৪ লাখ ব্যারেল করে বাড়বে। আগের পূর্বাভাস থেকে চাহিদার পরিমাণ দৈনিক দুই লাখ ব্যারেল করে কমানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here