ফ্রেইট রেটের অস্বাভাবিক স্ফীতি কমে আসবে: হ্যাপাগ-লয়েড

ফ্রেইট রেট বা পণ্য পরিবহনের ভাড়া বেশি থাকায় শীর্ষ কনটেইনার শিপিং কোম্পানিগুলোর ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। এদের তালিকায় রয়েছে জার্মান শিপিং ও কনটেইনার পরিবহন কোম্পানি হ্যাপাগ-লয়েডও। চলতি বছরের প্রথম ছয় মাসে তাদের আয় বেড়েছে ৫০ শতাংশ। আর মুনাফা হয়েছে প্রায় তিনগুণ।

তবে এই অস্বাভাবিক চাঙ্গাভাব আর বেশিদিন থাকবে না বলে মনে করছে হ্যাপাগ-লয়েড। কোম্পানিটি বিনিয়োগকারীদের জানিয়ে দিয়েছে, বাজার স্থিতিশীল অবস্থায় ফিরে আসার লক্ষণ দেখছে তারা।

কোম্পানির প্রধান নির্বাহী রলফ হ্যাবেন জ্যানসেন বলেছেন, বেশ কয়েকটি প্রভাবক প্রথমার্ধে তাদের আর্থিকভাবে এই শক্তিশালী অবস্থানে পৌঁছতে সহায়তা করেছে। প্রথমত, সাপ্লাই চেইনের ওপর যে চাপ গত বছর শুরু হয়েছিল, তা চলতি বছরের প্রথম ছয় মাসেও অব্যাহত ছিল। দ্বিতীয়ত, ভোক্তা চাহিদা এ সময়েও চাঙ্গা ছিল। তৃতীয়ত, বিদ্যমান সক্ষমতা দিয়ে এই চাপ সামাল দিতে গিয়ে শিপিং খাতকে হিমসিম খেতে হয়েছে। এগুলোর ফলে অপারেটরদের জাহাজ খুব কমই বসে থেকেছে। বাড়তি চাহিদার কারণে ভাড়াও ছিল অনেক বেশি।

জ্যানসেন আরও বলেন, ‘দীর্ঘমেয়াদি চুক্তির ভাড়া বেড়ে যাওয়ার কারণে ফ্রেইট রেটের গড়ও বেড়ে গিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু বাণিজ্যপথে জাহাজ ভাড়ার স্পট রেট কমছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here