লয়েডস লিস্টে ৩ ধাপ এগিয়ে ৬৪তম চট্টগ্রাম বন্দর

লয়েডস লিস্টের বিশ্বের ১০০ শীর্ষ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দর ৩ ধাপ এগিয়ে ৬৪তম স্থান অর্জন করেছে। ২০২১ সালে বিশ্বের বিভিন্ন বন্দরের কনটেইনার ওঠা-নামার হিসাব অনুযায়ী মেরিটাইম বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো জার্নাল লয়েডস বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ তালিকা প্রকাশ করেছে। ২০২১ সালের লয়েডস তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৬৭তম।

২০২১ সালে চট্টগ্রাম বন্দর মোট ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ টিইইউ কনটেইনার পরিচালনা করেছে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ বেশি।

চট্টগ্রাম বন্দরের অবস্থানের বিষয়ে তালিকায় বলা হয়, বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর তার স্বরূপে ফিরে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here