বোস্টন বন্দরে অবকাঠামো বিনিয়োগের গুরুত্বপূর্ণ অংশ সম্পন্ন করেছে ম্যাসপোর্ট 

বোস্টন বন্দরের আধুনিকায়নের লক্ষ্যে ৮৫ কোটি ডলারের একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি (ম্যাসপোর্ট)। এর অংশ হিসেবে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো বিনিয়োগ সম্পন্ন করেছে তারা।

বিশ্বের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর সঙ্গে সরাসরি শিপিং নেটওয়ার্কে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে বোস্টন বন্দর। ফলে বন্দরটিতে যেন বড় আকারের জাহাজ ভিড়তে পারে, সেই সক্ষমতা অর্জনের জন্য অবকাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই পরিপ্রেক্ষিতেই ৮৫ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে ম্যাসপোর্ট। কয়েক দফায় এই বিনিয়োগ সম্পন্ন করা হচ্ছে, সর্বশেষ বিনিয়োগটি যার একটি অংশ।

এই বিনিয়োগ দিয়ে বোস্টন বন্দরের কনলি কনটেইনার টার্মিনালের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। এর ফলে টার্মিনালটির সঙ্গে চীন, উত্তর ইউরোপ, ভারত ও ভিয়েতনামসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ বন্দরগুলোর সঙ্গে সরাসরি নেটওয়ার্ক স্থাপন হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে এমএসসির একটি জাহাজ টার্মিনালটিতে নোঙ্গর করেছে, যেটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও এশিয়াকে সংযোগকারী সান্তানা রুটে চলাচল করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here