বিশ্বব্যাপী জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি, ক্রমাগত সুদের হার বৃদ্ধি, করোনা মহামারির কারণে চীনের উৎপাদন খাতে অনিশ্চয়তা ইত্যাদি কারণে আগামী বছর বিশ্ব বাণিজ্য গতি কিছুটা কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। সংস্থাটির ধারণা, ২০২৩ সালে বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধি দাঁড়াবে ১ শতাংশ, যেখানে চলতি বছর ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির ধারণা করা হচ্ছে।
গত এপ্রিলের পূর্বাভাসে ২০২৩ সালে ৩ দশমিক ৪ শতাংশ বাণিজ্য প্রবৃদ্ধির প্রাক্কলন করেছিল ডব্লিউটিও। আর চলতি বছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৩ শতাংশ।
বাণিজ্যের গতি শ্লথ হওয়ার পেছনে যুদ্ধের কারণে উচ্চ জ্বালানি মূল্যসহ কয়েকটি কারণ খুঁজে পেয়েছে ডব্লিউটিও। সংস্থাটির মতে, বর্তমানে বৈশ্বিক অর্থনীতি বহুমুখী সংকটের মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন দেশ আর্থিক সংকটে রয়েছে। খাদ্য নিরাপত্তাহীনতা ও ঋণ সংকটের কারণে নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলো গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে ইউরোপে উচ্চ জ্বালানি মূল্যের কারণে গৃহস্থালি ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমে চাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে চীনে করোনার প্রাদুর্ভাব বারবার ফিরে আসার কারণে সেখানে উৎপাদন ও অর্থনীতির গতি শ্লথ হয়েছে। এসব কারণে করোনাজনিত অর্থনৈতিক মন্দা কাটিয়ে বিশ্ব বাণিজ্য ভালো অবস্থায় ফিরতে শুরু করলেও আবার তা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেনেভাভিত্তিক বাণিজ্য সংস্থাটি আরও জানিয়েছে, রাশিয়া চলতি বছরের জানুয়ারি থেকে তাদের বাণিজ্য পরিসংখ্যান জানায়নি। এ কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে রুশ বাণিজ্যের পরিসংখ্যান অস্পষ্ট রয়েছে। তবে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত সিআইএসের (কনফেডারেশন অব ইনডিপেনডেন্ট স্টেটস) চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রপ্তানির পরিমাণ আগের প্রান্তিকের তুলনায় প্রায় ১০ দশমিক ৫ শতাংশ কমার কথা জানিয়েছে ডব্লিউটিও।
সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর বিশ্বব্যাপী জিডিপি ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পাবে। আগামী বছর বাড়বে ২ দশমিক ৩ শতাংশ। অবশ্য গত এপ্রিলের পূর্বাভাসে চলতি বছর ৩ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির কথা জানিয়েছিল ডব্লিউটিও।