চার মাসের হিসাবে পণ্য রপ্তানি বেড়েছে

দেশের আমদানি-রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। ছবি: বন্দর বার্তা

বাংলাদেশ থেকে বিশ্ববাজারে পণ্য রপ্তানির পরিমাণ কিছুটা বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ৬৮৫ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৫৭৪ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ডলার। অর্থাৎ পণ্য রপ্তানি ৭ দশমিক শূন্য ১ শতাংশ বেড়েছে।

রপ্তানি পরিসংখ্যান হালনাগাদ করে প্রতিবেদন প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সম্প্রতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসের প্রতিবেদনের সংস্করণ প্রকাশিত হয়।

অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া শীর্ষ পাঁচ পণ্য হলো পোশাক, হোমটেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য এবং পাট ও পাটজাত পণ্য। পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে দেশের মোট রপ্তানির ৯১ দশমিক ৯৩ শতাংশজুড়েই ছিল এ পাঁচ পণ্য। ২০২১-২২ অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৫ শতাংশ, হোমটেক্সটাইল রপ্তানি বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে ১৭ দশমিক ৪২ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রপ্তানি কমেছে বা ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৯৬ শতাংশ এবং কৃষিপণ্য রপ্তানি কমেছে ২৩ দশমিক ৮১ শতাংশ।

ইপিবি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যাওয়া পণ্য পোশাক রপ্তানি চার মাসে বেড়েছে ১০ দশমিক ৫৫ শতাংশ। মোট রপ্তানির ৮২ দশমিক ৮৭ শতাংশই তৈরি পোশাক। আলোচ্য সময়ে বিশ্ববাজারে ১ হাজার ৩৯৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১ হাজার ২৬২ কোটি ডলারের তৈরি পোশাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here