ইউক্রেনে আটকে পড়া জাহাজ এবং নাবিকদের দ্রুত সেখান থেকে সরিযে নিতে জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে ত্রিশটির অধিক মেরিটাইম কোম্পানি এবং অর্গানাইজেশন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবর লেখা খোলা চিঠিতে এ আহ্বান জানান তারা।
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের জেরে এক বছর ধরে কৃষ্ণসাগর এবং আজোভ সাগরে মোট ৩৩১ জন নাবিক এবং ৬২টি জাহাজ আটকা পড়ে আছে। খোলা চিঠিতে শিপিং কোম্পানিগুলো জানায়, ’ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর হতে চলেছে, সময়জুড়ে ৩৩১ জন নাবিক কৃষ্ণসাগর এবং আজোভ সাগরে আটকা পড়ে আছে। ক‚টনৈতিক প্রভাব খাটিয়ে জরুরিভিত্তিতে সমস্যাটির সমাধান করার জন্য আমরা জাতিসংঘের কাছে আবেদন করছি। সেখানে আটকে পড়া সমস্ত জাহাজ এবং নাবিকদের দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। ১২ মাস ধরে তারা এমন একটা সংকটের ভেতর দিয়ে যাচ্ছে যেটা নিয়ন্ত্রণ করা তাদের ক্ষমতার বাইরে। পেশাদারি দায়িত্ব পালন করতে তাদের ঝুঁকির মুখে পড়েছে, যেটা কোনোভাবেই কাম্য নয়।’
শিপিং কোম্পানিগুলো আরও জানায়, নাবিক এবং জাহাজগুলো সরিয়ে নেওয়ার সময় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। তবে যত প্রতিবন্ধকতাই থাকুক না কেন, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্যার সমাধান করা উচিত। এই সমস্যা সমাধানে বিলম্ব করা মানে নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলা, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, বাহামাস শিপওনারস অ্যাসোসিয়েশন, বিমকো, সাইপ্রাস শিপিং চেম্বার, ডেনিশ শিপিং, আইসিএস, আইসিএমএ, আইএমইসি, আইএফএসএমএ, আইএমএইচএ, সেইলরস সোসাইটিসহ মোট বত্রিশটি শিপিং কোম্পানি চিঠিটিতে স্বাক্ষর করেছে।