চলতি বছরের প্রথমার্ধে শিপিং কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ঘটনা কম দেখা যায়নি। তারপরও সেই বাধা কাটিয়ে সমুদ্র পরিবহনে বেশ ভালো সাফল্য দেখিয়েছে চীনের বন্দরগুলো। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে দেখা গেছে, বছরের প্রথম ছয় মাসে এসব বন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মূলত উত্তর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোয় চীনা পণ্যের রফতানি বেড়ে যাওয়ার ফলেই এই প্রবৃদ্ধি অর্জন সম্পন্ন হয়েছে।

গত মার্চে সুয়েজ খালে দানবাকার কনটেইনার জাহাজ এভারগিভেন আটকে গেলে টানা ছয়দিন জাহাজ চলাচল ব্যাহত হয়। এছাড়া কোভিড-১৯ সংক্রমণের কারণে প্রায় এক মাস চীনের ব্যস্ততম ইয়ানতিয়ান ও দক্ষিণাঞ্চলীয় অন্যান্য বন্দরের কার্যক্রম ব্যাহত হয়। এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রথমার্ধে চীনের বন্দরগুলো ৭৬৪ কোটি টন কার্গো হ্যান্ডলিং করেছে, যা গত বছরের চেয়ে ১৩ শতাংশ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here