চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানারের কার্যক্রম পুনরায় চালু

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে স্থাপিত রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানারের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করেছে। আইএসপিএস কোড বাস্তবায়নের অংশ হিসেবে বন্দরের এই উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই কনটেইনার স্ক্যানার স্থাপন করা হয়। ফাইভ আর এসোসিয়টস লিমিটেডের সরবরাহকৃত এই উন্নত মানের ফিক্সড স্ক্যানারটি চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে পরিচালিত হচ্ছিলো। স্ক্যানারের রক্ষণাবেক্ষণে প্রতিষ্ঠানটির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।

রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানিং সিস্টেম চালু রাখার জন্য একটি কার্যকর সমাধান দ্রুত প্রয়োজন ছিল। এই লক্ষ্যেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ কাজে পূর্বের ঠিকাদারকে সাময়িকভাবে পুননিয়োজিত করেছে।

রবিবার (৪ মে) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি স্ক্যানারের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন কাস্টম হাউস চট্টগ্রামের কমিশনার, চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন), পরিচালক (নিরাপত্তা), বন্দর সচিবসহ বন্দর ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here